advertise here

সাশ্রয়ী দামের নতুন স্মার্টফোন নিয়ে আসছে গুগল। বাংলাদেশে এই ফোন তৈরি করবে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি!!!

এ বছরের সেপ্টেম্বর মাসেই গুগল কর্তৃপক্ষ বাংলাদেশের মোবাইল ফোনের বাজারকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিল। ওই সময় অ্যান্ড্রয়েড ওয়ান নির্ভর সাশ্রয়ী দামের স্মার্টফোন বাজারে ছাড়ার কথা জানিয়েছিলেন গুগলের অ্যান্ড্রয়েড-প্রধান সুন্দর পিশাই।  এই ফোন তৈরি করবে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ এ তথ্য জানিয়েছে।
সিম্ফনির তৈরি অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোনটির নাম হবে রোর এ৫০। বাংলাদেশের বাজারে মোবাইল উন্মুক্ত করা প্রসঙ্গে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফোনগুলো কমদামে উন্নত স্মার্টফোনের অভিজ্ঞতা দিতে পারবে।





সেপ্টেম্বর মাসে ভারতের বাজারে অ্যান্ড্রয়েড ফোন উন্মুক্ত করার সময় সুন্দর পিশাই বলেন,  শিগগিরই ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকার বাজারে এই ফোন আনা হবে।
 অ্যান্ড্রয়েডওয়ান চালিত স্মার্টফোন হচ্ছে এন্ট্রি লেভেলের স্মার্টফোন । অ্যান্ড্রয়েড ওয়ান প্রকল্পের মাধ্যমে ফোন কম দামে বাজারে স্মার্টফোন ছাড়া হচ্ছে।এই ফোনের নিরাপত্তা, আপডেট বা সফটওয়্যার সংক্রান্ত সব দায়িত্ব গুগল নেবে বলেও জানান তিনি।


সবার হাতে সাশ্রয়ী স্মার্টফোন পৌঁছে দেবার পরিকল্পনা থেকে অ্যান্ড্রয়েড ওয়ান প্ল্যাটফর্ম তৈরি করেছে গুগল। অ্যান্ড্রয়েড ওয়ান হচ্ছে অ্যান্ড্রয়েডের একটি সংস্করণ যা কমদামি মোবাইল ফোনে ব্যবহার করা যায়।
গুগলের তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েডের এই সংস্করণনির্ভর স্মার্টফোনে এফএম রেডিওর মতো বেশ কিছু বেসিক ফিচার থাকবে। এই স্মার্টফোনগুলো হবে পাঁচ ইঞ্চির চেয়ে ছোট মাপের। দাম হবে ১০০ ডলারের(৮হাজার) মধ্যে। এতে অ্যান্ড্রয়েড নির্ভর স্মার্টফোন ব্যবহারের পরিমাণ আরও বাড়বে। নতুন এই প্ল্যাটফর্মে স্মার্টফোন নির্মাতা ও টেলিকম অপারেটরগুলো নিজস্ব অ্যাপ তৈরি করতে পারবে। এই সফটওয়্যারটি হবে স্টক অ্যান্ড্রয়েড সফটওয়্যার যা নিয়মিত হালনাগাদ করবে গুগল।

(courtesy-prothomalo)
সাশ্রয়ী দামের নতুন স্মার্টফোন নিয়ে আসছে গুগল। বাংলাদেশে এই ফোন তৈরি করবে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি!!! সাশ্রয়ী দামের নতুন স্মার্টফোন নিয়ে আসছে গুগল। বাংলাদেশে এই ফোন তৈরি করবে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি!!! Reviewed by Unknown on 10:02 PM Rating: 5

No comments:

Facebook

Powered by Blogger.